বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ নিয়ে মাঠে নামলো জেলা জাতীয় কংগ্রেস

News Sundarban.com :
জুন ১২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আর বিরোধী দল বিজেপির দাপটে বামফ্রন্ট আর জাতীয় কংগ্রেস প্রায় বিলুপ্তীর পথে।সেই সন্ধীক্ষণে দাঁড়িয়ে আম্ফান দুর্গতদের সাহায্যে ত্রাণ নিয়ে মাঠে নেমে পড়লো জাতীয় কংগ্রেস।শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা জাতীয় কংগ্রেসের কার্য্যকারী সভাপতি প্রতাপ মন্ডল,দক্ষিণ ২৪ পরগনা জেলা জাতীয় কংগ্রেসের সোস্যাল মিডিয়ার চেয়ারপার্সন হারান চন্দ্র মিস্ত্রী,জেলা জাতীয় কংগ্রেস দলের সদস্য প্রদীপ বায়েন,ভূপাল চন্দ্র দাস সহ এক প্রতিনিধি দল আম্ফান বিধ্বস্ত তালদি গ্রাম পঞ্চায়েতের বাইশসোনা এলাকা সরজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি আম্ফান ক্ষতিগ্রস্ত অসহায় ত্রিশটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেন জাতীয় কংগ্রেসের এই প্রতিনিধি দল।জেলা জাতীয় কংগ্রেসের সোস্যাল মিডিয়ার চেয়ারপার্সন হারান চন্দ্র মিস্ত্রী বলেন “ ২০ মে আম্ফানের পর থেকেই ধারাবাহিক ভাবে ত্রাণ সামগ্রী নিয়ে আম্ফান দুর্গত পরিবার গুলোর পাশে জাতীয় কংগ্রেস দল রয়েছে। আগামী দিনে ও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।দরিদ্র অসহায় মানুষের পাশে জাতীয় কংগ্রেস দল বিগত দিনে ছিল। আগামী দিনে ও থাকবে”।