পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় নড়েচড়ে বসল নবান্ন, মুখ্যসচিবের জরুরি বৈঠক

পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় নড়েচড়ে বসল নবান্ন। আগামী কয়েকদিন কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনও অভিযোগ না ওঠে, তা নিয়েও জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বৃহস্পতিবার দুপুরে নবান্নে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিব বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা সহ শীর্ষ আধিকারিকেরা। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, নির্বাচন পরবর্তী হিংসা যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা রাখতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে লাগাতার চালিয়ে যেতে হবে বলেও নির্দেশ দেন মুখ্যসচিব। একইসঙ্গে জানান, যেসব জায়গায় নির্বাচন পরবর্তী হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে, সেই সব এলাকায় কঠোরভাবে নজরদারি করতে হবে। প্রয়োজনে সেখানে আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব।