সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ৫০০ টনের বেশী ইলিশ

News Sundarban.com :
জুলাই ৭, ২০২৩
news-image

শিল্পা মাইতি,  নামখানা: অবশেষে ইলিশ প্রিয় বাঙালির জন্য সুখবর। বৃষ্টি শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথরপ্রতিমার মৎস্যজীবীদের জালে মরসুমের প্রথম ধরা পড়েছে জলের রুপোলী শস্য। বঙ্গোপাসাগরে বৃষ্টি ও পুবালী বাতাস থাকায় ইলিশে ঝাঁকের দেখা মিলেছে। গত কাল থেকে ৫০০ টনের বেশী ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। তবে এবার আর খোকা ইলিশ নয়।

আকারে, ওজনে ইলিশগুলি ৫০০ গ্রামের ওপরে। ইতিমধ্যে ইলিশভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ মৎস্যবন্দরে। ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের মাছের আড়ত ঘুরে যা পৌঁছে যাবে কলকাতা সহ রাজ্যের বাজারে।

গত ১৫ জুন থেকে ইলিশ ধরার মরসুম শুরু হলেও এবার সেভাবে ইলিশ ধরা পড়েনি। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছিল মৎস্যজীবীদের। অবশেষে রুপোলী শস্য জাল ভরে যাওয়ায় খুশী ট্রলার মালিক থেকে মৎস্যজীবী। যেভাবে বৃষ্টি চলছে আগামী দিনে মনে করা হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া সম্ভাবনা তৈরী হয়েছে বলে মনে করছে মৎস্যজীবীরা।