চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মুন ওয়াক শুরু হয়ে গিয়েছে

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মুন ওয়াক শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকেই। মিশনে পাঠানো রোভার প্রজ্ঞান নিজের কাজও চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারই প্রজ্ঞানের ভিডিও প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, রোভার প্রজ্ঞান যথাযথভাবে কাজ করছে।
ইসরো টুইট (এক্স) মাধ্যমে জানিয়েছে, সমস্ত কার্যক্রম নির্ধারিত হয়, সমস্ত সিস্টেম স্বাভাবিক রয়েছে। রোভার মোবিলিটি অপারেশন শুরু হয়েছে। চাঁদে নামার ঠিক আগে বিক্রম ল্যান্ডারের তোলা ছবিও প্রকাশ্যে এনেছে ইসরো।