গোঁজ প্রার্থী রুখতে প্রায় ২০০ জনকে সাসপেন্ড করল তৃণমূল

নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। তার আগেই ফের কড়া পদক্ষেপ করল দল। জেলায় জেলায় একের পর এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গোঁজ প্রার্থী রুখতেই ব্রহস্পতিবার প্রায় ২০০ জনকে সাসপেন্ড করল তৃণমূল । অনির্দিষ্টকালের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
প্রার্থী পছন্দ না হতেই পারে। তাই বলে দলের বিরোধিতা করা যাবে না, এই বার্তা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় দিয়েছিলেন তৃণমূল। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও বারবার জানান হয়েছিল দলের তরফে । মনোনয়ন পেশ প্রক্রিয়া শেষ হওয়ার পরই পদক্ষেম নিতে শুরু করেছে শাসকদল । মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, একাধিক জেলায় বহিষ্কার করা হয়েছে বহু নেতাকে। পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র ৯ দিন। তার আগেই ফের কড়া পদক্ষেপ করল দল। আজ, বৃহস্পতিবার একদিনে প্রায় ২০০ জনকে সাসপেন্ড করেছে শাসক দল। সূত্রের খবর, বীরভূমে ১৫ জন, হুগলিতে ২৫ জন, হাওড়ায় ১৩ জন, ঝাড়গ্রামে ১৪ জন, মুর্শিদাবাদে ২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন ও পূর্ব মেদিনীপুরে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছে।