শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গম রপ্তানি দীর্ঘ এক মাস ধরে বন্ধ, রাস্তার দুপাশে দাড়িয়ে আছে গম বোঝাই লরি

News Sundarban.com :
জুন ৩, ২০২২
news-image

হিলি স্থলবন্দর দিয়ে গম রপ্তানি দীর্ঘ এক মাস ধরে বন্ধ আছে । যার ফলে রাস্তার দুপাশে গম বোঝাই লরি দীর্ঘ দিন ধরে দাড়িয়ে আছে।

প্রায় ১১০০ থেকে ১২০০ লরি দাঁড়িয়ে আছে । এমত অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক সহ লরির চালকদের।

এই বিষয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি আলা মন্ডল আমাদের জানান, সরকারের নির্দেশ না থাকায় গম বোঝাই লরি বাংলাদেশ এক্সপোর্ট করা যাচ্ছে না ।এ বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।পাশাপাশি তিনি আশঙ্কা করছেন, যদি ভারতবর্ষ থেকে গম বাংলাদেশে না যায় তাহলে বাংলাদেশ অন্য কোন দেশ থেকে গম আমদানি করবে ।

এর ফলে ভারতীয় বাজারে গমের মূল্য অনেকটাই কমে যাবে। যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে গম চাষীরা।এছাড়া কেন্দ্র সরকারের বিরুদ্ধে তুঘলকী সিদ্ধান্তের অভিযোগ আনেন। এবং এই সিদ্ধান্তকে বিবেচনা করে দ্রুত গম রপ্তানির আদেশ প্রদান করুক।