জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউদের অভিনেত্রী অনামিকা ও অভিনেতা উদয়

সাত পাকে বাঁধা পড়লেন টলি অভিনেত্রী অনামিকা ও অভিনেতা উদয়, ধুমধাম করে নয়, কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন নিয়ে সাদামাটাভাবেই বিয়েটা করলেন ‘এখানে আকাশ নীল’ খ্যাত অনামিকা এবং ‘মিঠাই’ ও ‘নিম ফুলের মধু’ খ্যাত উদয় ।লাল বেনারসি সাজে বধূবেশ নয়, একেবারে ছিমছাম অথচ অত্যন্ত আভিজাত্যেই আয়োজন করা হয়েছিল বর কনের সাজ থেকে শুরু করে অনুষ্ঠানের সাজসজ্জার।
খোলা চুলের মাঝখানে সিঁথি আর সেখানেই ঝলমল করছে লাল সিঁদুর। নববধূর সাজ বলতে এটুকুই। অন্যদিকে উদয় প্রতাপ পরেছিলেন একটি সাদা কাজ করা শেরওয়ানি। বর বধূ দুজনের গলাতেই ছিল গোলাপের মালা। সিঁদুরদান করে আইনি বিয়ে সারেন দুজনেই। আর তারপরে জাস্ট ম্যারেড লেখা কেক কাটেন।