জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না : শুভেন্দু

নয়াগ্রামে নির্বাচনী প্রচার থেকে হুঁশিয়ারি দিয়ে এদিন শুভেন্দু বলেন, ‘জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাস চলবে না। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
তবে এখানেই শেষ নয়, হুঙ্কার দিয়ে এদিন শুভেন্দুর সংযোজন, ‘আমি কিষেণজিকে সোজা করা লোক।’ উল্লেখ্য, সালটা ছিল ২০১১ । তখন সবে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল জঙ্গলমহলে শান্তি ফেরানো। ওই বছরের নভেম্বর মাসেই বদলাল সমীকরণ। বছর ৫৫ তেই যবনিকা পড়েছিল একটা অধ্যায়ের। মাওবাদী নেতার মৃত্যুতে সেদিন উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি।