রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচনের আগে ত্রানের ত্রিপল ঘিরে ফ্রেজারগঞ্জে শাষক বিরোধী বাকযুদ্ধ

News Sundarban.com :
জুন ২৫, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, ফ্রেজারগঞ্জ : পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে সরকারি ত্রাণের ত্রিপল আটক ঘিরে বিজেপি ও তৃণমূলের বাগযুদ্ধ চরমে উঠল। গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের দেবনিবাস এলাকায় একটি টোটোতে করে রাজ্য সরকারের ত্রাণের ত্রিপল পাচার হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসীরা।

এই ঘটনায় রাতেই উত্তেজনা ছড়ায় গ্রামে। টোটোটি আটকে রেখে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে টোটো সমতে ত্রিপল থানায় নিয়ে যায়। দশটি বান্ডিলে প্রায় ৫০ থেকে ৬০টি ত্রিপল আছে। এই ঘটনার পর স্থানীয় বিজেপি কর্মী-‌সমর্থকরা বিক্ষোভ শুরু করে। বিজপির অভিযোগ, আমফান সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের সময় এই ত্রিপল সাধারণ মানু্যকে না দিয়ে মজুত করা হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে ভোট পাওয়ার জন্য এই ত্রিপল গুলি দেওয়া হবে।

রাতভর এই ঘটনার জেরে উত্তেজনা ছিল এলাকায়। সকাল থেকে তৃণমূল ও বিজেপি কর্মী-‌সমর্থকরা থানায় অভিযোগ জানাতে ভিড় করেছে। তৃণমূলের ফ্রেজারগঞ্জ অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানা বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা থানায় অভিযোগ করবেন বলে জানান।