প্রকাশ্যে ‘বাঘাযতীন’-এর নতুন পোস্টার

দেবের লুক নিয়ে সমালোচনার ঝড় নেটদুনিয়ায়, প্রকাশ্যে ‘বাঘাযতীন’-এর নতুন পোস্টার। পুজোতেই আসছে ‘বাঘাযতীন’। মাথায় পাগড়ি, একমুখ দাড়ি, কাঁধে বন্দুক নিয়ে বিস্ফোরিত চোখে ক্যামেরার সামনে ‘বাঘাযতীন’ হিসেবে পোজ দিয়েছেন দেব। তাঁর এই পোস্টেই তুমুল তর্ক নেটদুনিয়ায় ।
অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।