বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুড়ে ফল, সবজি, দুধ বিক্রেতাদের ধর্মঘটের ডাক

News Sundarban.com :
জুন ১, ২০১৮
news-image

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে আমজনতার কপালে ভাঁজ ৷ গত সপ্তাহে একটানা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে হাঁসফাঁস করেছেন জনগণ।ভাড়াবৃদ্ধির দাবিতে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি ৷ বেড়েছে রান্নার গ্যাসের দাম।এবার সরাসরি কোপ পড়ল ফল, সবজি, দুধ ব্যবসায় ৷ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আন্দোলনে নামল রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ ৷ আশঙ্কা করা হচ্ছে, আন্দোলনের জেরে খাদ্য দ্রব্যের দাম বাড়তে পারে ৷ শুক্রবার থেকে টানা ১০ দিন চলবে এই ধর্মঘট ৷ জ্বালানির মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে ৷ সেই প্রতিবাদেই ফল, সবজি, দুধ ব্যবসা বন্ধের ডাক দিল রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ ৷ এই কিষাণ মহাসংঘকে সমর্থন করে ধর্মঘটে সামিল হল ১১০টি কৃষক সংগঠন ৷ বিনা শর্তে কৃষিঋণ মকুব করা, শাক সবজির দাম বাড়ানো, উত্‍পাদিত ফসলের নুন্যতম সহায়ক মূল্য সংক্রান্ত স্বামীনাথন কমিটির সুপারিশ লাগু করার দাবিতে ধর্মঘট শুরু করেছে রাষ্ট্রীয় কিষান মহাসংঘ।
কৃষক ধর্মঘটে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। গত বছর কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে রক্তাক্ত হয়েছিল মধ্যপ্রদেশের মান্দাসুর এবং নীমাচ । বিজেপি শাসিত রাজ্যে কৃষকদের আন্দোলন রুখতে গুলি চালানোর অভিযোগ ওঠে । ঘটনায় ৬ কৃষকের মৃত্যু হয় ৷ সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনও রাজ্যে না ঘটে, সেই কারণেই এবার তৎপর প্রশাসন ৷
এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী গৌরীশঙ্কর বীসেন বলেন, এর পাশাপাশি তিনি এও বলেন, কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রীয় কিষাণ মহাসংঘ এই আন্দোলনে নেমেছে ৷ কিন্তু এতে কৃষকদের কোনও সমর্থন নেই ৷ এমনকী, কেন্দ্র এবং রাজ্য কৃষকদের জন্য যেসমস্ত পলিসির সূচনা করেছে তাতে যথেষ্ট খুশি তারা ৷ তবু, আন্দোলনের জেরে যদি ফল, সবজি, দুধ সরবরাহ বন্ধ হয়ে যায় ৷ তাহলে সেই পরিস্থিতির উপরে কড়া নজর রাখবে রাজ্য প্রশাসন ৷ প্রয়োজনে কড়া পদক্ষেপও নেওয়া হবে ৷কৃষকদের আন্দোলনের ফলে এখনই চিন্তার কোনও কারণ নেই ৷ কারণ এই ধর্মঘট আমজনতার রোজকার জীবনে কোনও প্রভাব পড়বে না ৷