সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের জাতীয় সঙ্গীত গেয়েই নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম মার্কিন শিল্পীর

News Sundarban.com :
জুন ২৪, ২০২৩
news-image

ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিং-এ এক অন্য পরিবেশ। দর্শকাসনে প্রবাসীদের ভিড়। মঞ্চে পরিবেশিত হল ভারতের জাতীয় সঙ্গীত। গান শেষ হতেই দর্শকাসন থেকে শোনা গেল, ‘ভারত মাতা কি জয়’। আফ্রিকান-আমেরিকান শিল্পীর কন্ঠে ‘জন গণ মন অধিনায়ক’ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাঁকে অভিবাদন জানাচ্ছেন, তখন সোজা মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন শিল্পী ম্যারি মিলাবেন। সেই ভিডিয়ো টুইটারে রাঠোর পোস্ট করেছেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন ।

প্রধানমন্ত্রীর মার্কিন সফরের শেষ দিন শুক্রবার ইউএস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশন-এর তরফ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মিলাবেন। এদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি যে গর্বিত, সে কথা আগেই জানিয়েছিলেন ম্যারি মিলাবেন। শিল্পী তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য অতিথিদের সামনে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পেয়েছি।’ ভারতের প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছিলেন তিনি। এদিন শিল্পী তাঁর নিজস্ব আঙ্গিকেই পরিবেশন করেন ‘জন গণ মন’। এরপরই সোজা হেঁটে যান মোদীর দিকে। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর সে ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন।