শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিত শর্মাকে ভালো ওপেনার বলছেন সাইমন

News Sundarban.com :
মে ৯, ২০২০
news-image

মিডল অর্ডার থেকে বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে ওপেনার বনে গেছেন রোহিত শর্মা। ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আস্থা রেখেছিলেন রোহিতের ওপর। সেই তার শুরু। শচীন টেন্ডুলকার ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ওপেনিংয়ে তুলে আনেন মোহাম্মদ আহজারউদ্দিন। এরপর শচীনকে আর থামানো যায়নি।

ওয়ানডে ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি করে সর্বকালের সেরা ওপেনারের তালিকায়ও আছেন শচীন। রান করেছেন ১৮ হাজারের ওপরে। তারপরও ওয়ানডেতে শচীনের অর্ধেক রান ও অর্ধেকের মতো (২৯টি) সেঞ্চুরি করা রোহিত শর্মাকে ভালো ওপেনার বলছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল।

রোহিতকে সেরা প্রমাণ করতে তিনি আবার ব্যবহার করেছেন পরিসংখ্যান। যে পরিসংখ্যানের খাতায় শচীনের জুড়ি মেলা কি-না ভার। আইসিসির ‘ক্রিকেট ইনসাইড আউট’ অনুষ্ঠানে ডুল বলেছেন, ‘৬০, ৭০ কিংবা ৮০ রানের পরও স্ট্রাইক রেট বাড়াতে থাকে রোহিত। এমনকি ৯০ রানের ঘরে পৌঁছেও  আটকে যায় না সে। এমনই বিস্ময়কর এক ক্রিকেটার রোহিত।’