বাসন্তিতে পুলিশকে মারধর, গ্রেফতার ১

বাসন্তীর কলতলা এলাকায় তৃণমূল ও নির্দলের নির্বাচনী কর্মসূচি নিয়ে ঝামেলার জেরে বাসন্তী থানার এক পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় সাইফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে কলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে। পুলিশের দাবি, সেদিনের ঘটনায় এই সাইফুদ্দিন অন্যতম অভিযুক্ত। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।