রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটের আগে অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল, রাজভবনে ‘শান্তি কক্ষ’ খোলার ঘোষণা

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সন্ত্রাস রুখতে বড় পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজভবনে ‘শান্তি কক্ষ’ খোলার ঘোষণা করলেন তিনি। শনিবার রাতে রাজভবনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ রাজ্যপালের নির্বাচন কমিশনকে জানাবে। এরপর তারা সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে।
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। ভাঙড়, ক্যানিংয়ের অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে ‘শান্তি কক্ষ’ খোলা হল। সরাসরি ওই ‘শান্তি কক্ষ’–এ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং [email protected] এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। রাজভবনের ‘শান্তি কক্ষ’ নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। রাজভবনকে এবার পার্টি অফিস ঘোষণা করে দিলেই পারেন।