শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমুদ্রের মাছ ধরতে যাওয়ার পথে ট্রলার ডুবি, মৃত ১ মৎস্যজীবি

News Sundarban.com :
জুন ১৭, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ: ট্রলার ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার কালি স্থানের কাছে। মৃত মৎস্যজীবির নাম সুভাষ দাস। বাড়ি কাকদ্বীপ থানার নারায়ণপুরের নাদাভাঙ্গা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎই কালিস্তানের কাছে এফ.বি. কল্পতরু নামক একটি ট্রলার ডুবে যায়।

তবে পাশে থাকা অন্য একটি ট্রলার এফ.বি. জয়গুরু ডুবে যাওয়ার ট্রলার থেকে মৎস্যজীবীদের উদ্ধার করে। কিন্তু ডুবে যাওয়া ওই ট্রলারের এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ডুবে যাওয়া ট্রলারটি ১৭ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্রে যাওয়ার পথে ট্রলার টির তলা ফেটে গিয়ে ঢুবে যায়।