বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতাপাদিত্য পঞ্চায়েতের উদ্যোগে ৫১জন মহিলাকে সেলাই মেশিন প্রদান 

News Sundarban.com :
আগস্ট ১৮, ২০২২
news-image

ঝোটন রয়, কাকদ্বীপ: সুন্দরবনের কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ৫১জন মহিলাকে দেওয়া হল সেলাই মেশিন।

বেশ কয়েকদিনের ট্রেনিংয়ে তাদেরকে শিখিয়ে পরিয়ে নেওয়ার পর নিজেদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বিধায়ক মন্টু রাম পাখিরা, উপস্থিত ছিলেন প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা জানা প্রামানিক,

উপস্থিত ছিলেন নির্মাণ সহায়ক সঞ্জয় দাস, সেক্রেটারি অরুণ কুমার মন্ডল, মোহাম্মদ আলীপ হোসেন, সহ পঞ্চায়েতের কর্মীবৃন্দ।

এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টেলারিং শিখিয়ে কিভাবে তাদেরকে স্বাবলম্বি করে তোলা যাবে। কিভাবে বেকারত্ব ঘোঁচানো যায়। এটাই ছিল পঞ্চায়েতের আসল লক্ষ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বলেন, আমাদের হাতে-কলমে এই পঞ্চায়েত কাজ শিখিয়েছে। সঙ্গে আমাদেরকে দিয়েছে একটি করে ট্রলারিং মেশিন। অভাবের সংসারে এই টেলারিং মেশিনে কাজ করে আমাদের নতুন দিশা দেখিয়েছে। এতে আমরা খুব খুশি।