মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি, দাবি অভিষেকের

News Sundarban.com :
জুন ১৪, ২০২৩
news-image

শাসকদলের দাপটে বিরোধীরা পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠছে। কিন্তু বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিলেন তৃণমূলের সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তাঁর দাবি, ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি। প্রসঙ্গত, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই লাগাতার অশান্তি, ঝামেলার সাক্ষী হয়েছে বাংলা। জায়গায় জায়গায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ঝরেছে রক্ত। বুধবার সকাল থেকেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ-সহ একাধিক এলাকা। বোমাবাজি, গুলি চলার অভিযোগও সামনে এসেছে। তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে উঠছে অভিযোগ। সেই আবহে জনসংযোগ কর্মসূচির আওতায় এ দিন ভাঙড় থেকে রায়দিঘি যাচ্ছিলেন অভিষেক। সেখানে অশান্তি নিয়ে প্রশ্ন করলে তিনি বিরোধীদের অভিযোগ খারিজ করে দেন। বলেন, “ভালই মনোনয়ন দিয়েছে বিরোধীরা। ৮০ হাজার আসনে ওরা মনোনয়ন জমা দিয়েছে।