রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণেও

News Sundarban.com :
জুন ১১, ২০২৩
news-image

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা কমারও পূর্বাভাস রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। এর ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে সমগ্র উত্তরবঙ্গই গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই পাবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার দেখা পেতে এখনও কিছুটা সময় লাগবে। যদিও গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।