বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনের ক্যাফেতে রাশিয়ার রকেট হামলায় মৃত্যু বেড়ে ৫০

News Sundarban.com :
অক্টোবর ৬, ২০২৩
news-image

ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে অবস্থিত হরোজা গ্রামের একটি ক্যাফেতে রকেট হামলা চালাল রাশিয়া। বৃহস্পতিবার এই ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গত কয়েকমাসের মধ্যে এটাই সব থেকে বড় হামলা।

প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রেই ইয়ারমাক এবং খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, “নিহতদের মধ্যে একটি ৬ বছরের শিশু রয়েছে। সাতজন আহত হয়েছেন।”

এই ঘটনার পর পশ্চিমা বিশ্বের কাছে আরও বেশি সাহায্যের আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি রাশিয়ার এই হামলার তীব্র সমালোচনা করেছেন। জেলেনস্কির বক্তব্য, “এটা নৃশংস অপরাধ এবং সম্পূর্ণ ইচ্ছাকৃত।