মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা নিউটাউনে

News Sundarban.com :
জুন ১১, ২০২৩
news-image

নিউটাউনে ফের দুর্ঘটনা! রবিবার ভোরে নিউটাউনের পেঁচার মোড়ে তিনটি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালক-সহ দু’জন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় তিনটি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। দু’টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।