মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ফিরহাদকে তোপ দিলীপ ঘোষের

News Sundarban.com :
জুন ৮, ২০২৩
news-image

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে ফিরহাদকে তোপ দিলীপ ঘোষের । দুর্নীতির কারণে আমাকে পদত্যাগ করতে বলা হলে আমি বলব এই ট্রেন দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা দিলেন বিজেপি সাংসদ ও দলের সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।বৃহস্পতিবার প্রাতভ্রমণের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, কোনও ভদ্রলোক দোষ করলে কেউ পদত্যাগ করতে বলে না। উনি যদি মনে করেন উনার পদত্যাগ করা উচিত, তার মধ্যে কোনও নৈতিকতা থাকলে উনার পদত্যাগ করা উচিত।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিভিন্ন পুরসভায় সিবিআই তল্লাসি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, এর আগেও এই রাজ্যে ১০/১২ জায়গায় হানা হয়েছে। সারা দেশে এইরকম হানা চলছে বিভিন্ন সংস্থার দ্বারা। দুর্নীতি চরম জায়গায় পৌঁছেছে সব জায়গায়। বিশেষ করে পশ্চিমবাংলায়। আর সেই দুর্নীতির অভিযোগ লোক আদালতে করছেন আর আদালত যেভাবে আদেশ দিচ্ছে তদন্ত সংস্থা সেইভাবে কাজ করছে। আমরা জানি চোখের সামনে বছরের পর বছর আমরা দুর্নীতি দেখেছি। সেগুলো সমাধানের একটা রাস্তা বেরিয়েছে। আমার মনে হয় অনেক লোক এর আওতায় আসবে অনেক লোক গ্রেফতার হবে।