মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী ব্লকে শুরু হল ছাত্র-শিক্ষক জন্মোৎসব কর্মসূচী

News Sundarban.com :
ডিসেম্বর ২৮, ২০২২
news-image

ঝোটন রয়,  দক্ষিণ ২৪ পরগনা: অন্যান্য দিনের মতো আজ স্কুলে শিক্ষা দীক্ষার পরিবেশ ছিল আনন্দময়। একটি অভিনব উদ্যোগ যে উদ্যোগে শামিল হয়েছেন শিক্ষক, ছাত্র ও অভিভাবকগণ।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই মেল বন্ধনের মধ্যে দিয়ে শুরু হল ছাত্র-শিক্ষক জন্মোৎসব পালন কর্মসূচী।

রাজ্য সরকারের শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী সর্বপ্রথম এই জন্মোৎসব পালন কর্মসূচী শুরু হল । এমন উৎসব প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন গোসাবার প্রধান শিক্ষক নিমাই মালি। মোমবাতি জ্বালিয়ে কেক কেটে এদিন এই জন্মোৎসব পালিত হয়। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের হাতে জন্মদিনের কেক তুলে দেওয়া হয়। নিজেদের ছেলে মেয়েদের নিয়ে বিদ্যালয়ে এমন জন্মোৎসব পালনে খুশি অভিভাবকরা।
এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা শিক্ষক অচিন্ত্য হাউলি।এই অনুষ্ঠানকে ঘিরে খুশির হাওয়া বয়েছিল সারা বিদ্যালয় জুড়ে।