শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কলকাতা বিমানবন্দরে নিরাপদেই নামতে পারবে বিমান

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০১৭
news-image

ঘন কুয়াশা বা প্রচন্ড বৃষ্টিতেও এবার কলকাতা বিমানবন্দরে নিরাপদেই নামতে পারবে বিমান। দৃশ্যমান্যতা ৫০ মিটারে নেমে গেলেও কোনও অসুবিধা হবে না। রানওয়ের দক্ষিণ প্রান্তে রাজারহাটের দিকে বসানো হল অত্যাধুনিক ক্যাট থ্রী আইএলস যন্ত্র । যার ফলে কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে বলে দাবি কর্তৃপক্ষের।
শীতকালে কুয়াশা বা প্রবল বৃষ্টির সময় দমদম বিমানবন্দরের রানওয়েতে বিমান নামার সমস্যা দীর্ঘদিনের । এবার শীতের আগেই রানওয়েতে কুয়াশা সমস্যা মেটাতে উদ্যোগী বিমানবন্দর কর্তৃপক্ষ । কলকাতা বিমানবন্দরে ২টি রানওয়ে । বিরাটি এবং রাজারহাট দুই দিক দিয়েই বিমান ওঠানামা করে । প্রধান রানওয়ের দক্ষিণপ্রান্তে আই এল স ক্যাট ওয়ান যন্ত্র রয়েছে । এই যন্ত্রে বিমান নামার জন্য দৃশ্যমান্যতা ৫৫০ মিটার প্রয়োজন । রানওয়ের উত্তর দিক অর্থাৎ বিরাটির দিকে বিমান নামানোর জন্য দৃশ্যমানতা ৩৫০ মিটার প্রয়োজন । এখানে আইএলস ক্যাট টু বসানো আছে । প্রচন্ড বৃষ্টি, কুয়াশা বা ধোঁয়াশার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান্যতা ১০০ মিটার বা কখনও তার কম হয়ে যায়। দক্ষ বিমানচালকরা এই অবস্থায় বিমান নামাতে পারলেও, বহু ক্ষেত্রে অনেক বিমানই অন্যত্র চলে যায়। এর ফলে,কলকাতা বিমানবন্দর পার্কিং ফি পায় না । সঙ্গে যাত্রীদেরও সমস্যায় পড়তে হয় ।