বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ !

News Sundarban.com :
জুলাই ১৫, ২০১৮
news-image

রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর ৷ শনিবার বেঙ্গালুরুর সেশাদ্রিপুরমের একটি অনুষ্ঠানে এইচ ডি কুমারস্বামী বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রীর পদে পেয়ে রাজ্যবাসী খুশি ঠিকই ৷ কিন্তু আমি একেবারেই খুশি নই এই পদের দায়িত্ব পেয়ে ৷’

প্রসঙ্গত, রাজ্যের কৃষকদের কৃষিঋণ নিয়ে বড়সড় ঘোষণা করে কুমারস্বামী সরকার ৷ রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা অবধি কৃষিঋণের ঘোষণা করা হয় ৷ এর পাশাপাশি কৃষিঋণ মুকুব নিয়েও একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সেই কারণেই দলের তরফ থেকে কুমারস্বামীকে অভিনন্দন জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই কুমারস্বামী আবেগপ্রবণ হয়ে বলেন, ‘ভগবান বিশ্বকান্তের মত আমি নীলকন্ঠ বিষ পান করছি ৷ আপনারা খুশি আমি জানি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে ৷ কিন্তু আমি অখুশি ৷ জোট সরকারে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে আমি আর চাইনা ৷ বিশ্বনাথের মত এই জোট সরকারের বিষ গিলতে হচ্ছে আমাকে ৷’
কুমারস্বামী আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আমি মনে প্রাণে চেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে ৷ কিন্তু আমি চাইনা আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে ৷ যদি কোনও সুযোগ পাই তাহলে আমি এই পদ থেকে সরে আসতে চাই ৷’ কিন্তু কেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এত অসন্তোষ প্রকাশ করলেন কুমারস্বামী ? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের মানুষ আমার দলকে ভোট দেননি ৷ তাই আমি সংখ্যাগরিষ্ঠতা পাইনি ৷’ কর্নাটক বিধানসভা ভোটে কোনও দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু একক বৃহত্তম দল বিজেপিকে ঠেকাতে কংগ্রেস-জেডিএস ভোটের ফল বার হওয়ার পর জোট বেঁধে সরকারে আসে। কংগ্রেস বেশি আসন পেলেও জেডিএসকে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণের প্রস্তাব দেয় কংগ্রেস ৷ তবে, লোকসভা নির্বাচনের আগেই কি তবে বিরোধী জোটে ভাঙনের সুর ? সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷