মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রোটোকল অনুযায়ী নেওয়া হবে পরীক্ষা

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০২২
news-image

কলকাতা:  সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পরীক্ষার প্রোটোকল অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। ১৪৬০টি সেন্টার। DM ADM দের কাছে নির্দেশ গেছে। সব নিরাপত্তার বিষয় গুলো দেখার জন্য।এবারের পরীক্ষায় কোশ্চেন বুকলেট এবং ওএমআর শিট প্রার্থী বাড়ি নিয়ে যেতে পারবে যে ওই মাসে তারা মার্কিং করবেন অর্থাৎ মেইন উইনার সিট জমা নেওয়া হবে কিন্তু তার সাথে ডুপ্লিকেট ওএমআর থাকবে সেটা তারা বাড়ি নিয়ে যেতে পারবেন।

আমাদের কাছে খবর আছে বাইরে থেকে কেউ কেউ এই ধরনের পরীক্ষা বাঞ্ছাল করার চেষ্টা করছে এবং সেই বিষয় সংশ্লিষ্ট দপ্তরের কাছে খবর আছে এবং প্রশাসনের কাছে খবর আছে কেউ যদি পরীক্ষা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে খবর আছে যে পরীক্ষা বিঘ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে।

হেল্পলাইন নম্বর ৬২৯২২৭৮৪৩৮