মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিত্যক্ত ব্যাগ ঘিরে ষ্টেশন চত্বরে আতঙ্ক

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০২২
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং – পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে।ব্যাগটি ক্যানিং জিআরপি উদ্ধার করেছে।

জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক ষ্টেশন ক্যানিং। এই ষ্টেশন দিয়েই প্রতিদিনই লক্ষ লক্ষ সাধারণ যাত্রীরা যাতায়াত করেন।এমনকি দেশ বিদেশের ভ্রমণ পিপাসু পর্যটকরা সুন্দরবন ভ্রমণে জন্য এই পথ দিয়েই যাতায়াত করেন। এদিন দুপুর ১ টা থেকে পরিত্যক্ত ১ টি ব্যাগ ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পড়ে থাকতে দেখেন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। তারা ক্যানিং জিআরপি কে ঘটনার কথা জানায়। ভয়ে ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্যানিং জিআরপি পুলিশ ব্যাগটি উদ্ধার করে।তবে ব্যাগের মধ্যে সন্দেহজনক কোন বস্তু না মেলায় হাঁফ ছেড়ে বাঁচেন জিআরপি সহ সাধারণ মানুষ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ‘সম্ভবত কেউ গাড়িতে উঠতে গিয়ে বে-খেয়ালে ব্যাগটি ফেলে রেখে চলে গিয়েছেন।’