শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গির প্রকোপঃ পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি

News Sundarban.com :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গির প্রকোপ । এর প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সোমবার মিছিল করল বিজেপি । করুণাময়ী থেকে স্বাস্থভবন পর্যন্ত মিছিল করেন দলের নেতা-কর্মীরা । স্বাস্থ্যভবনের সামনে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে । শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ উঠেছে । প্রতিবাদে নলবনের সামনে অবরোধ বিজেপি অবরোধ করে । তার জেরে তীব্র যানজট সৃষ্ঠি হয় ।
স্বাস্থ্যভবন সূত্রের খবর, গত তিনদিনে রাজ্যে ডেঙ্গি সংক্রমণ মিলেছে ২ হাজারেরও বেশি মানুষের শরীরে । এখনও পর্যন্ত রাজ্যে রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গি ‘পজিটিভে’-র সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে সরকারি ভাবেই । ডেঙ্গির সংক্রমণ প্রসঙ্গে স্বাস্থ্য অধিকর্তা (প্রশাসন) বিশ্বরঞ্জন শতপথি সোমবার বলেন, ‘শেষ তিনদিনে যত রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২ হাজার পজিটিভ হয়েছে’। তিনিই জানান, এদিন পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৭ জন । মৃতের সংখ্যা বেড়ে ৩৪ । গত মঙ্গলবার, ১৭ অক্টোবর স্বাস্থ্যভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ২১ জন । মৃতের সংখ্যা ছিল ৩০।