সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাঙ্কিপক্স নিয়ে রাজ্যজুড়ে সতর্কতা জারি

News Sundarban.com :
আগস্ট ৪, ২০২২
news-image

করোনার প্রভাব স্তিমিত হতে না হতেই বিশ্ব জুড়ে আতঙ্কের নতুন স্রোত বইয়ে দিয়েছে মাঙ্কিপক্স। যা নিয়ে এবার রাজ্যজুড়ে সতর্কতা জারি করল স্বাস্থ্যভবন। কলকাতা সহ প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সর্তক করা হয়েছে।

সব মেডিকেল কলেজকে এই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্তদের জন্য কিছু শয্যা আলাদা রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

প্রতিটি মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে প্রয়োজনে টেস্টের ব্যবস্থা করা যায়।

কলকাতার আইডি ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন l কর্তৃপক্ষকেও সব রকম ব্যবস্থা রাখতে বলেছে স্বাস্থ্যভবন। পাশাপাশি, প্রত্যেক বিমানযাত্রীদেরও নজরদারি করা হবে। সব তথ্য খতিয়ে দেখা হবে।

মাঙ্কিপক্সে সংক্রমিতদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা শয্যার বন্দোবস্ত রাখা হয়েছে সেখানে।

যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হবেন এবং যাঁদের শরীরে এর উপসর্গ থাকবে, তাঁদের চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনেও আইসোলেশন বেডের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।