মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের ‘সম্পর্ক ‘ ক্যাম্পে উপকৃত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ 

News Sundarban.com :
জুন ২৬, ২০২২
news-image

ঝোটন রয়, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনায় চলছে পুলিশের ‘সম্পর্ক ‘ নামে বিশেষ ক্যাম্প। যে ক্যাম্পে শুধু মাত্র গ্রামগঞ্জের সাধারণ মানুষের সুবিধা অসুবিধা গুলি তাঁরা অনায়াসে পুলিশ অধিকারীদের জানাতে পারবেন।

অবশ্য পুলিশকে কার না ভয় লাগে। অপরাধ করে হোক বা বিনা অপরাধে পুলিশকে সবার-ই ভয় লাগে। আর সেটা গ্রামের দিকে হলেতো আর কথাই নেই। এমনকি গ্রামের দিকে বাবা মা পুলিশের ভয় দেখিয়েই তাঁদের বাচ্চাকে খাওয়াচ্ছে ।

সুন্দরবন কোস্টাল থানার কাশিপুর থানা, জীবনতলা থানা, মৈপিঠ কোস্টাল থানা, এবং ভাঙ্গর থানার উদ্যোগে এবং বারুইপুর পুলিশ জেলার সহযোগিতায় থানা থেকে দূরবর্তী গ্রামে সম্পর্ক একটি করে বিশেষ পুলিশ ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় মানুষদের প্রয়োজনীয় এবং আকাঙ্ক্ষার যত্ন নেওয়ার জন্য। যাদের কাছে থানায় যাওয়া এবং কোনো কিছু অভিযোগ দায়ের করা বেশ ভয়ের কাজ মনে হয়।

পুলিশ মহলের এই রকম কাজকে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ জন।

এই পরিপ্রেক্ষিতে একজন পুলিশ অধিকারীক বলেন, এই ‘সম্পর্ক ‘ এর ফলে সমাজের মানুষজন এগিয়ে আসছে তাঁদের সমস্যাগুলো নিয়ে। আমরা এই ভাবে জনমানুষদের পরিষেবা দিতে পেরে খুশি।