বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুয়ো কল সেন্টার চালানোর দায়ে গ্রেফতার ৮

News Sundarban.com :
জুন ২৫, ২০২২
news-image

ঝোটন রয়, বারুইপুর: রমরমিয়ে চলছে ভুয়ো কল সেন্টার। একমাস বা দুই মাস নয় এক বছর ধরে চলছে ভুয়ো কলসেন্টার।

ভারতে ভারতে বসে আমেরিকা ও কানাডার বাসিন্দাদের প্রতারণার বড়সড় চক্রের সন্ধান মিলল দক্ষিণ শহরতলির গড়িয়া স্টেশন রোডে। নরেন্দ্রপুর থানার কালীতলা এলাকায় ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার বিশেষ অপারেশন টিম। পুলিশ অভিযান চালিয়ে তাদের ভুয়ো অফিস থেকে 2টি হেডসেট, 2টি মডেম, 2টি রাউটার, 1টি সুইচ, 1টি হার্ডডিস্ক, 9টি মোবাইল ফোন, হাজিরা রেজিস্টার সহ 2টি কম্পিউটার সিস্টেম, ৩৬,৫৬,৪০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।

শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কল সেন্টার । এখানে কল সেন্টার গুলিতে সত্যি কি বেকারদের চাকরি দেওয়া হচ্ছে। না কলসেন্টারের নামে অন্য কিছু হচ্ছে। সেন্টারের নামে প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ। এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই এলাকায়।

সাইবার ক্রাইম থানার এসআই জয়শ্রী নস্কর পাত্র একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ নরেন্দ্রপুর থানাতে জমা দেওয়া হয়। এবং সেখানে ৮জনের নামে একটি মামলাও শুরু হয়েছে।