বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকালয় পুকুর থেকে কুমীর ধরলো বনদফতর

News Sundarban.com :
মার্চ ৩, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

সুন্দরবনের লোকালয় এলাকার লোকালয় পুকুরে ঢুকে পড়েছিল এক বিশাল আকার কুমীর।তা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রামপঞ্চায়েতের কানমারি মিনি মার্কেটের কাছে ধীরাজ রায়ের খালে।এদিন হঠাৎই গ্রামের লোকজনের নজরে পড়ে খালের জলে একটি বড় কুমীর ভাসছে।কুমীরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।সেই খবর বনদফতরের মাতলা রেঞ্জের অন্তর্গত ঝড়খালি বিট অফিসে যাওয়া মাত্রই বনকর্মীরা জাল ও লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।সেখানে খালের মধ্যে জাল ফেলে দীর্ঘ সাত ফুট দৈর্ঘ্যর বৃহৎ কুমীরটি ধরে ফেলেন তাঁরা।বনদফতরের অনুমান এই বিশালাকায় কুমীরটি সুন্দরবনের হেড়োভাঙা নদী থেকে রাতের অন্ধকারে উঠে লোকালয়ের খালটিতে ঢুকে পড়েছিল।ধরাপড়া কুমীরটি সুন্দরবনের অন্যত্র নদীতে ছেড়ে দেওয়া বলে বনদফতর সুত্রে জানা গেছে।