মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কান্দিতে অনুষ্ঠিত হল সাহিত্য সভা 

News Sundarban.com :
জুন ২০, ২০২২
news-image

নিজস্ব সংবাদদাতা মুর্শিদাবাদঃ গত ১৯- শে জুন, রবিবার, কান্দির আনন্দমার্গ স্কুলঘরে হয়ে গেল একটি সুন্দর সাহিত্যনির্ভর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি শ্যামল সরকার এবং প্রধান অতিথি ছিলেন আচার্য বাণীব্রত ব্রহ্মচারী।

এছাড়াও উপস্থিত ছিলেন বহু কবি -সাহিত্যিক ও গুনীজন। এখানে গান, গল্পপাঠ ও কবিতাপাঠের পাশাপাশি আধুনিক কবিতা নিয়ে একটি মূল্যবান আলোচনা করা হয়। তারপর প্রকাশিত হয় ডঃ গদাধর দে সম্পাদিত ” অনুপ্রাস” পত্রিকাটি। পত্রিকা প্রকাশের পর শুরু হয় কবিতাপাঠের পর্ব। কবিতা পাঠ করেন শুভ্র মুখোপাধ্যায়, শ্রীমন্ত সরকার, দিলীপ ভট্টাচার্য, দেবদাস রজক, কৌশিক বড়াল, বীরেন্দ্র নারায়ণ সিংহ প্রমুখ।

বক্তব্য রাখেন শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায়, অনির্বাণ চৌধুরী ও শুভাশিস ভট্টাচার্য। সংগীত পরিবেশন করেন পার্বতী শংকর রায়চৌধুরী। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরিন্দম ভট্টাচার্য। সকলের উপস্থিতিতে এবং কাব্যরসের মাধুর্যে অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে।