মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে মনসা মাতার মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান

News Sundarban.com :
জুন ১০, ২০২২
news-image

ঝোটন রয়, নামখানা : মনসা মাতার মন্দিরের ভিত্তি স্থাপন হলো নামখানা ব্লকে। নামখানা ব্লকের নন্দের ঘেরি বামুনপাড়া গ্রামের শ্রী শ্রী মনসা মাতার মন্দিরের ভিত্তিস্থাপন অনুষ্ঠান হয় আজ শুক্রবার।

এই ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ তথা গঙ্গাসাগর- বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবদরদি বিদ্যুৎ দিণ্ডা, উপস্থিত ছিলেন নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত কুমার গিরি সহ গ্রামের বিশিষ্ট মানুষজন।

শুধু এই করোনাকালে নয় সুন্দরবনের নামখানা ব্লকের মানুষজনের একমাত্র ভরসা দেব-দেবী। যার উপর নির্ভর করে বহু প্রাচীনকাল থেকে মানুষের উপাসনা, আধ্যাত্মিকতা, মানুষের বিশ্বাস ও একাগ্রতা এবং তেজোতা সবই রয়েছে এই মাতৃ বন্দনায়।

এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদি বিদ্যুৎ দিণ্ডা বলেন, এই মন্দির খুবই তাড়াতাড়ি গড়ে উঠুক। মা শীঘ্রই প্রতিষ্ঠা পাক। মায়ের কাছে গিয়ে সবাই যেন সুখ-দুঃখের কথা জানায়। এই করোনাকালে মা যেন তাঁদেরকে সুস্থ রাখেন, ভাল রাখেন, এই টুকুই আমি মায়ের কাছে প্রার্থনা করি।

এই ভিত্তিস্থাপন অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।