শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পণ চাইলেই খোয়াতে হবে চাকরি: নীতীশ

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

পণ প্রথার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ পণ প্রথার বিরুদ্ধে সরব হয়ে নীতীশ স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, বিহারের কোনও রাজ্য সরকারি কর্মচারী যদি বিয়ে পণের দাবি করেন তাহলে তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হবে৷

শুধু পণ প্রথাই নয়, বাল্য বিবাহ বন্ধ করার জন্যও পদক্ষেপ নিতে চলেছে বিহার সরকার| বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী জানিয়েছেন,রাজ্যে বাল্য বিবাহ বন্ধ করার জন্য ‘বন্ধন তোড়’ নামের একটি মোবাইল অ্যাপ শুরু করা হবে৷ এই অ্যাপে থাকবে একটি এসওএস বোতাম৷