রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্লাস্টিকমুক্ত ম্যানগ্রোভ অরণ্যের প্রতিশ্রুতি

News Sundarban.com :
জুন ৭, ২০২২
news-image

প্লাস্টিকমুক্ত ম্যানগ্রোভ অরণ্যের প্রতিশ্রুতিতে বারুইপুর পুলিশ জেলার প্রচেষ্টা।  গোসাবার রাঙাবেলিয়া প্রাঙ্গণে স্থানীয় গ্রামবাসীদের থেকে অর্থের বিনিময়ে সংগ্রহ করা হলো বস্তা বস্তা বর্জ্য প্লাস্টিক বোতল এবং পলিপ্যাক। সাথে ছিল নরেন্দ্রপুর থানা অন্তর্গত বি.ডি.মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি ম্যাডাম শ্রীমতী পুষ্পা, এডিশনাল এসপি ইন্দ্রজিৎ বসু, এসডিপিও ক্যানিং দিবাকর দাস, সি.আই বিমল মণ্ডল এবং গোসাবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন বিশ্বাস।

ইয়াস-বিধ্বস্ত এই দ্বীপে গতবছর ত্রাণসামগ্রীর সাথে প্রচুর প্লাস্টিকও ঢুকে পড়ে। বর্জ্য প্লাস্টিক পরিষ্কার করতে বারুইপুর পুলিশ জেলার তরফে শুরু হয়েছিল বড় উদ্যোগ। সেই উদ্যোগে মিশে যায় এ্যাডমিনিসট্রেশন এবং অন্যান্য এন জি ও সংস্থা। এই অনুষ্ঠানে আজ আমাদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর শ্রী জাষ্টিন জোনস।