শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হরিপাল গ্রামীণ হাসপাতাল পেল ১০০ বেডের অনুমোদন

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক : হরিপাল গ্রামীণ হাসপাতাল ১০০ বেডের অনুমোদন পেয়েছে পঃব সরকারের পূর্ত দপ্তর থেকে। আজ  হরিপাল গ্রামীণ হাসপাতালে নতুন বিল্ডিং এর কাজের শুরু হওয়ার জন্য ভিত পূজার আয়োজন করা হয়।

এই পূজা উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুরোহিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক। উপস্থিত ছিলেন সুমিত সরকার, বাবলু গায়েন, স্বরূপ মিত্র, অলোক সাঁতরা, প্রদীপ দলুই, জয়দেব মুদি সহ নেতৃত্ব বৃন্দ।

১০০ বেডে হাসপাতালে বিল্ডিং জন্য খরচ ২৪১০১৫৯৬৩ টাকা মোট খরচ ৩৫ কোটি। এতে হরিপাল বাসীকে আর কোন রোগের জন্যে কলকাতায় ছুটতে হবে না অভিমত এলাকাবাসীর।