শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীবাঁধ উপচে জোয়ারের জল ঢুকছে লোকালয়ে 

News Sundarban.com :
মে ২১, ২০২২
news-image

নামখানা : নদীবাঁধ উপচে জোয়ারের জল ঢুকলো লোকালয়ে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের শিবরামপুর অঞ্চলের পাতিবুনিয়ায় 2য় ঘেরী এলাকায়। সামনেই চলে গেল পুর্নিমা। এমনিতেই নদীর জল বাড়া। মাঝে মধ্যে পূবের হাওয়ায় ফুলছে নদীর জল। ওই এলাকায় বেশকিছু জায়গায় নদীবাঁধের অবস্থাও তেমন একটা ভালো নয়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পূর্নিমার পর থেকেই নদীর জল এমনিতে রাতে অনেকটা বাড়ছে। রাত 10টা নাগাদ সুন্দরবনের চিনাই নদীতে জোয়ার চলছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই নদীর বাঁধ উপচে নোনা জল এলাকায় ঢুকতে শুরু করে। আস্তে আস্তে করে ওই এলাকার কিছুটা অংশ
গ্রাস করে ফেলে নদীর লবণাক্ত জল। বেশ কিছুদিন হল ইয়াসের দুর্দশার অবস্থা সুন্দরবনের মানুষজন এখনো ভুলতে পারেননি। এই অবস্থাতে সুন্দরবনের নদীবাঁধের অবস্থা বেশ কিছু জায়গায় মেরামত করা গেলেও অধিকাংশ জায়গায় ভালো ভাবে কাজ হয়নি। তাই সাধারণ মানুষ এখনো ভয়ে আত্রাশে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একদিন স্থায়ী বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের নদী বাঁধের অবস্থা ছিল করুন। বর্তমানে কিছুটা কাজ হলেও, আশানুরূপ তেমন ভাবে কাজ এখনো সম্ভবপর হয়নি। তাই আগামী দিনে ভালোভাবে কাজ না করলে যেকোনো মুহূর্তে গ্রাম-গঞ্জ প্লাবিত হতে পারে নোনা জলে। তাই আমাদের দাবি
দীর্ঘদিন ধরেই নদীবাঁধের অবস্থা বেহাল। বাঁধ সারাইয়ের জন্য প্রশাসনের কোন উদ্যোগ নেই। অবিলম্বে নদীবাঁধ কংক্রীটের তৈরী করার দাবী জানাচ্ছি।