সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বীরভূমে ১৪ কর্মীকে সাসপেন্ড তৃণমূলের

News Sundarban.com :
জুন ৩০, ২০২৩
news-image

বীরভূমে আরও ১৪ জন কর্মীকে দল থেকে সাসপেন্ড করার কথা জানাল তৃণমূলের জেলা কোর কমিটি। শুক্রবার বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ১৪ জন ‘বিক্ষুব্ধ’কে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়।

যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ি-১, রামপুরহাট-১ এবং নলহাটি-২ ব্লকের কর্মী। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করেছে বিরোধীরা। তবে তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। গত রবিবারও দলবিরোধী কাজকর্মের অভিযোগে জেলার ছ’টি ব্লক থেকে ৩০ জন কর্মীকে সাসপেন্ড করা হয়। তাঁদের মধ্যে ১৯ জনই খয়রাশোল ব্লকের, মুরারই ব্লকের ৭ জন, সিউড়ি ১ ব্লক, রাজনগর, রামপুরহাট ২ ব্লক ও দুবরাজপুর ব্লকের ১ জন করে কর্মী ছিলেন। এর মধ্যে কয়েকজন অনুব্রত ঘনিষ্ঠ কর্মী ছিলেন বলেও তৃণমূল সূত্রে খবর পাওয়া গিয়েছে। এই ৩০ জনের মধ্যে বেশ কয়েকজন নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়লে বা সেই প্রার্থীর সমর্থনে কাজ করলে কড়া পদক্ষেপ করার কথা আগেই জানিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।