শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার থেকে বাংলাতেই তৈরি হবে সবুজসাথী সাইকেলের যন্ত্রাংশ : মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
মে ১৯, ২০২২
news-image

আজ মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক শেষে খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার থেকে বাংলাতেই তৈরি হবে সবুজসাথী সাইকেলের যন্ত্রাংশ, যা এতদিন ভিন রাজ্য থেকে আসত।

কার্যত রাজ্যে তৈরি হতে চলেছে একটি সাইকেল কারখানা। স্বাভাবিকভাবেই সাইকেল তৈরির কারখানা হলে যে কর্মসংস্থান হবে সে ব্যাপারে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের মহকুমা শহর খড়গপুরে সাইকেল তৈরির কারখানাটি হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যে জমিও চিহ্নিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলায় সাইকেল কারখানার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী যে অত্যন্ত খুশি হয়েছেন তা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে সাইকেল কারখানা তৈরির ঘোষণা যে অত্যন্ত উল্লেখযোগ্য, সে কথা নিশ্চিতভাবে বলা যায়।