শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২ মে থেকে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
এপ্রিল ২৭, ২০২২
news-image

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে দক্ষিণবঙ্গ। যাই যাই রব। এরই মধ্যে স্বস্তির কথা শোনাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে বলা হচ্ছে, শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

সেদিন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে তাপমাত্রা কমবে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে পরিস্থিতি বদলাতে পারে।

২ মে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে। সঞ্জীববাবু আরও জানান, দক্ষিণবঙ্গের সর্বত্র নয়, বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবেই ঝড়বৃষ্টি হবে।