মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন SSC চেয়ারম্যান হলেন সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার

News Sundarban.com :
জানুয়ারি ১২, ২০২২
news-image

হাইকোর্টের সুপারিশ মেনে স্কুল সার্ভিস কমিশন বা SSC-র চেয়ারম্যান বদল করল রাজ্য সরকার। নতুন চেয়ারম্যান হলেন সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার।

বেশ কয়েক বছর আগে কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বে ছিলেন তিনি। এ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা-মোকদ্দমার শেষ নেই। হাইকোর্টে একাধিকবার ভর্ৎসনার মুখে পড়ছে এসএসসি কর্তৃপক্ষ। এমনকী, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগের অভিযোগ উঠেছে Group D ও Group C পদে! যাঁরা কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত।  সেই তালিকায় নবতম সংযোজন SLST নবম-দশম শ্রেনীর নিয়োগে ‘ভুল’।

কাউন্সেলিং-র ৩ আগে কীভাবে SMS কীভাবে বার্তা দেওয়া হল? কেন মেইল বা স্পিড স্পোস্টে নিয়োগের সুপারিশ পাঠানো হয়নি? গতকাল, সোমবার হাইকোর্টে প্রশ্নে মুখে পড়েন SSC-র চেয়ারম্যান। স্রেফ মামলাকারীকে কাউন্সেলিং-র সুযোগ দেওয়াই নয়, চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে নিজের পকেট থেকে জরিমানা ২০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য, ‘তিনি কোন ধরণের চেয়ারম্যান? কোন যোগ্যতায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন’?  ‘ওই রকম অযোগ্য ব্যক্তিকে’ এসএসসি-র চেয়ারম্যান পদে রাখা উচিত কিনা, তা খতিয়ে দেখতে বলেন শিক্ষা দফতরকে। এরপরই SSC চেয়ারম্যান পদে বদল ঘটল।-zee24