মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনামূল্যের রেশন যোজনার খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন ছয় কোটি গ্রাহক

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০২২
news-image

এবার বিনামূল্যের রেশন যোজনার খাদ্যশস্য থেকে বঞ্চিত হতে চলেছেন এ রাজ্যের আপামর দরিদ্র রেশন প্রাপক।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্যশস্য সরবরাহ না হওয়ায় রাজ্যের ছয় কোটি এক লক্ষ রেশন গ্রাহক চলতি মাসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অতিরিক্ত খাদ্য শস্য পাবেন না।

অন্তদয় অন্ন যোজনা, প্রায়োরিটি হাউজহোল্ড এবং স্টেট প্রায়োরিটি রেশন কার্ড গুলি জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতাভুক্ত থাকায় এই তিন ধরনের গ্রাহকরা খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চতুর্থ পর্যায়ে সরকার ২০২১ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিল।

এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পিএম রেশন ভর্তুকি স্কিম নামেও পরিচিত।

এর মোট সুবিধাভোগী দেশের ৮০ কোটি মানুষ। এই রেশনের মাধ্যমে ভর্তুকি দেওয়া হচ্ছে দরিদ্র মানুষকে।