বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারালেন রোহিত শর্মারা।

News Sundarban.com :
নভেম্বর ৫, ২০১৮
news-image

ওয়েস্ট ইন্ডিজকে কমে রানে আটকে রাখার পর ব্যাটিং করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। প্রাথমিক ধাক্কা সামলে টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে অনায়াসে জয় পায় টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারালেন রোহিত শর্মারা।

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ অভিযান শুরু করল ভারত। এদিন ভারতের পরিত্রাতা দীনেশ কার্তিক।ইডেনে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১০৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন কুলদীপ যাদব।

১১০ রানের লক্ষ্য নিয়ে নেমেই প্রথমেই হোঁচট খায় ভারত। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় টিম ইন্ডিয়া। এদিন ১২ রান করতে পারলেই বিরাট কোহলিকে ডিঙিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের হয়ে সর্বোচ্চ রান করার যোগ্যতা অর্জন করতে পারতেন হিটম্যান। কিন্তু কোহলিকে ছাপিয়ে যেতে এবার পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে। এরপর শিখর ধবন, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
এই পরিস্থিতিতে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন মনীশ পাণ্ডে এবং দীনেশ কার্তিক। মনীশ আউট হয়ে যাওয়ার পর ক্রুণাল পাণ্ডিয়াকে সঙ্গে নিয়ে ভারতকে জয় এনে দেন দীনেশ কার্তিক। অপরাজিত ৩১ রান করেন তিনি। ২১ রানে অপরাজিত থাকেন ক্রুণাল পাণ্ডিয়া। ২ ওভার বাকি থাকতে অনায়াসে ম্যাচ জিতে নেয় ভারত।