শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীপুজো ও ছট পুজোয় পোড়ানো যাবেনা কোন বাজী: হাইকোর্ট

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছর কালীপুজো ও ছট পুজোয় পোড়ানো যাবেনা কোন বাজী। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া এক মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই রায় দিয়েছে আদালত৷ বিচারপতি সাব্যসাচী ভট্টাচার্য বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ এমনটাই রায় দিয়েছে ৷ রাজ্য সরকার যদিও পরিবেশ বান্ধব আতসবাজী পোড়ানোর সবুজ সংকেত দিয়ে ছিল ৷

ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মানুষের জীবনের থেকে ব্যবসা বড় হতে পারেনা ৷ রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদের আইনজীবী নয়ন বিহানী ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানাল, গতবছরের তুলনায় এখনও পর্যন্ত করোনা অক্রান্তের সংখ্যা বেড়েছে।

উৎসবের দিনগুলিতে নিয়ন্ত্রিত ভাবে সিমীত সময়ের জন্য বাজী পোড়ানোর অনুপতি দেওয়া হোক। এর উত্তরে আদালতের অভিমত রাজ্যের করোনা গ্রাফ উর্ধ্বমুখী ৷ মানুষের বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে ৷ ক্রেতা বিক্রেতা প্রস্তুত বাজি সংস্থা সবার কথা ভাবতে হবে ৷