শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মদন একটু কালারফুল ছেলে: মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
সেপ্টেম্বর ৮, ২০২১
news-image

চেতলায় কর্মিসভায় মদন মিত্রকে ‘কালারফুল ছেলে’ বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাল্কা মেজাজে কামারহাটির বিধায়ককে পরামর্শ দিলেন, ‘বেশি সাজুগুজু করবে না’। একুশে বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান অল্প ব্যবধানে। ভোটের ফলাফল নিয়ে যখন মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তখন ভবানীপুরে উপনির্বাচনে ফের প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মনোনয়ন জমা দেবেন তিনি। এদিন চেতলা কর্মিসভা করে ভোটের প্রচার শুরু করলেন মমতা। ভবানীপুরে উপনির্বাচনে দলের নেতাদের কার কী দায়িত্ব?  বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র। আবার ভবানীপুরের পুরনো বাসিন্দাও বটে। মুখ্যমন্ত্রী বলেন, ‘মদন, তুমি নিজের পাড়াটা ভালো করে করবে। পরশু দিন দেখছিলাম, ধূতি-পাঞ্জাবী পরে দাঁড়িয়েছিলেন। একদম ওভাবেই। কিন্তু বেশি সাজুগুজু করবে না’। সঙ্গে যোগ করেন, ‘মদন একটু কালারফুল ছেলে।

মাঝে মাঝে একটু বেশি কালারফুল হয়ে যায়। বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়’। মঞ্চে তৃণমূল নেতাদের মুখে তখন মুচকি হাসি।