শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যেখানে চষামাটির গন্ধ, অঘ্রাণের ধানের শিষের ঘ্রাণ,এমনই গান বেছেছেন অরিজিৎ

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০২১
news-image

‘আমরা চাষ করি আনন্দে’। এমন এক রবীন্দ্রগান যা বাঙালি মাত্রেই জানেন। কিন্তু এই গান সচরাচর অন্য রবীন্দ্রগানের মতো অতীন্দ্রিয় গোত্রের নয়; এ গান বরং অতিমাত্রায় ইন্দ্রিয়সংবেদ্য– যেখানে চষামাটির গন্ধ, অঘ্রাণের ধানের শিষের ঘ্রাণ পাওয়া যায়। এমন এক গানই বেছেছেন অরিজিৎ।

গাইতে গিয়ে একেবারে মার্কামারা রাবীন্দ্রিক ‘ডিকশন’কে হয়তো তত প্রাধান্য় দেননি এ গানে তিনি; উল্টে একটু লো-কি’তে গলা ঢেলে দিয়ে রবীন্দ্রগানের এক অন্যতর মাধুর্যকে যেন বয়ন করেছেন সচেতন ভাবেই।

আর তাতেই ধীরে ধীরে মূর্ত হয়ে উঠেছে
চাষের মাঠের সকাল-সন্ধের রূপ, রোদ-বৃষ্টির উদ্ভাস, বাঁশবনে বাতাসের চঞ্চলতা, চষামাটির গন্ধ।