শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিযোগ এলেই কঠোর কমিশন

News Sundarban.com :
মার্চ ১৩, ২০২১
news-image

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর থেকে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারপর্ব,জনসংযোগ নিয়ে ব্যস্ত। ঠিক তেমনই সুষ্টভাবে অবাধ নির্বাচন পক্রিয়ার কাজ সম্পন্ন করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।সরকারী দেওয়াল কিংবা সরকারী সম্পত্তির উপর কোন প্রকার নির্বাচনী প্রচার,দেওয়াল লিখন,পোষ্টার মারার অভিযোগ পেলেই মুহূর্তের মধ্যে তা কঠোর হাতে দমন করছেন নির্বাচনী আধিকারীকরা।
ক্যানিং পশ্চিম(১৩৮) বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সরকারী সম্পত্তির উপর দেওয়াল লিখন,নির্বাচনী প্রচারের পোষ্টার এবং দলীয় পতাকা লাগানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে। শনিবার দুপুরে অভিযোগ পেতেই নড়েচড়ে বসেন ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এফএসটি ম্যাজিষ্ট্রেট অরুণ কুমার দেব।সাথে সাথে ঘটনাস্থলে হাজীর হয়ে পোষ্টার ফেষ্টুন খুলে ফেলা হয়। মুছে দেওয়া হয় রাজনৈতিক দলের দেওয়াল লিখনও।
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এফএসটি ম্যাজিষ্ট্রেট অরুণ কুমার দেব বলেন “কোন প্রকার নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই তা আমরা কড়া হাতে দমন করছি।সে কোন রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের দ্বারা অভিযোগ হলেও। ”