শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাননীয় অমিত শাহজি কী জয়’, ধ্বনি বালিগঞ্জের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

নিউ সুন্দরবন ডেস্ক: আজ বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। অন্যদিকে পৈলানে জনসভা মমতার, তৃণমূলের কর্মী সম্মেলনে থাকবেন অভিষেকও। । সবমিলিয়ে আজ অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ। ইতিমধ্যেই নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে ভারত সেবাশ্রম সংঙ্ঘে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় দাঁত ফোটাতেও পারেনি বিজেপি। তাই সেই জেলায় তৃণমূল কংগ্রেস একাধিপত্যে থাবা বসাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় আসছেন অমিত শাহ। নামখানা থেকে বিজেপির শেষ অর্থাৎ পঞ্চম ‘পরিবর্তন যাত্রা’-র (রথযাত্রা) সূচনা করবেন।

 

বালিগঞ্জের ভারত সেবাশ্রমে পৌঁছালেন অমিত শাহ। ঘুরে দেখছেন ভারত সেবাশ্রমে। আরতি করেন। সন্ন্যাসীরা ‘মাননীয় অমিত শাহজি কী জয়’ ধ্বনি দেন। তাঁকে স্বামী বিবেকানন্দের লেখা বই উপহার দেওয়া বলে সূত্রের খবর। শাহ বললেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আত্মনির্ভর ভারত গড়ে উঠেছেন। বিশ্বজুড়ে ভারতের সম্মান। স্বামী প্রণবানন্দ মহারাজ যে দেশের স্বপ্ন দেখেছিলেন, সেরকম গড়ে তোলার লক্ষ্য নেওয়া হবে।