শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী বিধানসভা নির্বাচন হোক ‘মাছের চোখ’ :কল্যাণ বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের আগামী ছ’মাস সিনেমা না দেখা, ফেসবুক না করা ও কোন দিকে না তাকানো’র নিদান দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে দলের ছাত্র সংগঠনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহাভারতের অর্জুনের লক্ষ্যভেদ প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আগামী বিধানসভা নির্বাচন হোক ‘মাছের চোখ’। মমতা ব্যানার্জী যাঁকে প্রার্থী করবেন, তাকে কাঁধে নিয়ে ঘোরাই এখন তোমাদের কাজ।

বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাম করে সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারীকে ‘মেজো বাবু’ সম্বোধন করে কটাক্ষ করে বলেন, ‘পদ্মের সব কুড়ি পড়ে গেছে, এখন হাইব্রিড বিজেপি’।

এরপরেই কটাক্ষের সুরে তিনি বলেন, রামনবমীর আগে ওরা দেখে নেবো বলেছে, কারণ দাঙ্গা লাগানোই আসল উদ্দেশ্য। কিন্তু রামনবমী বিজেপির ‘পৈতৃক সম্পত্তি’ নয়। বাংলার মাটিতে কোথাও ‘দাঙ্গা লাগানো’র চেষ্টা হলে ‘ফিরে যেতে দেওয়া হবেনা’ বলেও হুঁশিয়ারী দেন এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ।